বাংলা আর্টিকেল লেখার নিয়ম
বাংলা আর্টিকেল লেখার নিয়ম আপনি কি জানতে চান ?
বাংলা আর্টিকেল লিখে অনলাইন থেকে আপনি কি ইনকাম করতে চান ? বাংলা আর্টিকেল লেখার নিয়মগুলো জেনে নিজের
ব্লগ সাইটের জন্য সহজেই আর্টিকেল লিখতে পারেন । বাংলা আর্টিকেল লেখার
চাহিদা দিন দিন বেড়ে চলেছে । সহজ ভাষাই পাঠকদের কাছে দরকারি তথ্য
তুলে ধরতে বাংলা আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম । তাই আমরা আলোচনা
করবো কিভাবে একটি মানসম্মত বাংলা আর্টিকেল লেখা যায় । এ ব্লগ পোষ্টে
আমরা বাংলা আর্টিকেল লেখার সম্পর্কে জানবো ।
আর্টিকেল কি ?
আর্টিকেল হল এমন একটি লেখা যা একটি নিদিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করে ।
এটি পাঠকদের শিক্ষিত করে এবং বিভিন্ন সম্পর্কে ধারণা দেয় । আর্টিকেল
বিভিন্ন ধরনের হতে পারে যেমন তথ্যপূর্ণ , ধর্মভিত্তিক মতামত ভিত্তিক ইত্যাদি ।
বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ ঃ
- ফোকাস কিওয়ার্ড নির্বাচন
- আকর্ষণীয় টাইটেল নির্বাচন
- লেখা গুলো প্যারাগ্রাফ আকারে লেখা
- ফিচার ইমেজ ব্যাবহার
- প্রয়োজনীয় ইমেজ ব্যাবহার
- আর্টিকেল ভূমিকা যুক্তকরণ
- উপসংহার যুক্ত করণ
- আর্টিকেল ফরম্যাটিং করা
ফোকাস কি ওয়ার্ড নির্বাচন ঃ
প্রথমে আপনাকে সঠিক কি ওয়ার্ড নির্বাচন করতে হবে যা আপনার মূল বিষয়কে
তুলে ধরে । এ কিওয়ার্ডটি আপনার আর্টিকেলকে সার্চ ইঞ্জিনে
খুঁজে পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় । সঠিক কিওয়ার্ড নির্বাচন করলে খুব
সহজে আপনার আর্টিকেলটি সার্চ ইঞ্জিনে শীর্ষে উটতে পারে ।
আকর্ষণীয় টাইটেল নির্বাচনঃ
একটি আকর্ষণীয় টাইটেল আপনার আর্টিকেলের প্রতি পাঠকদের আগ্রহ
বাড়াবে । টাইটেল দেখে পাঠক যেন সহজেই বোঝতে পারে যে আটিকেলটি কোন বিষয়ে লেখা
হয়েছে । টাইটেলটি অবশ্যয় সংক্ষিপ্ত হওয়া উচিত এবং তথ্য বহুল হওয়া উচিত ।
আরও পড়ুনঃ একটি আকর্ষণীয় টাইটেল
দরকারি তথ্য তুলে ধরা
সঙ্গে সম্পর্কিত সকল দরকারি
তথ্য তুলে ধরা উচিত । তথ্য গুলো সঠিক ও যাচাই করা উচিত । তথ্য গুলো
সংগঠিত করে উপস্থাপন করলে পাঠক সহজেই বুঝতে পারে।
লেখা গুলো প্যারাগ্রাফ আকারে লেখা
দীর্ঘ লেখা কে ছোট ছোট আকারে প্যারাগ্রাফে ভাগ করুন ।এতে পাঠক সহজেই বুঝতে পারে ।দীর্ঘ লেখাগুলোকে ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করলে পাঠকদের পড়া সহজ হয় এবং তারা সহজেই বোঝতে পারে
বিষয়টা।
ফিচার ইমেজ ব্যাবহার
আর্টিকেলটি আকর্ষণীয় করতে ফিচার ইমেজ যুক্ত করুন । এটি পাঠকদের দৃষ্টি
আকর্ষণ করে ।ফিচার ইমেজ টি উচ্চমানের হতে হবে ।ফিচার ইমেজ
ব্যাবহার করলে আর্টিকেলটি আরও আকর্ষণীয় হয়ে উঠে এবং পাঠকদের মনোযোগ ধরে
রাখেতে সাহায্য করে ।
প্রয়োজনীয় ইমেজ ব্যাবহার
পাঠকদের ভালভাবে বুঝাতে সাহায্য করতে দরকারি ইমেজ ব্যাবহার করুন ।তবে ইমেজের
মান বজায় রাখতে হবে। ইমেজের সাথে প্রয়োজনীয় ক্যাপশন যোগ করুন যাতে পাঠক
ইমেজের তাৎপর্য বুঝতে পারে ।
আর্টিকেলের ভূমিকা যুক্তকরণ
প্রতিটা আর্টিকেলের শুরুতে একটি ভূমিকা থাকা প্রয়োজন ।যা পাঠককে মুল বিষয়
বস্তু সম্পর্কে অবহিত করে ।এটি পাঠকদের আগ্রহ ধরে রাখতে সাহায্য করে ।
উপসংহার যুক্ত করণ
আর্টিকেল শেষে একটি উপসংহার যুক্ত করুন যাতে সহজেই বিষয় বস্তু সংক্ষেপে
তুলে ধরে ।উপসংহারে আপনি আপনার মতামত ,সুপারিশ ,এবং ভবিষ্যৎ অণূসনধানের দিক
নির্দেশনা দিতে পারেন ।
আর্টিকেল ফরম্যাটিং করা
আর্টিকেলটি ফরম্যাটিং করতে হবে । হেডিং , সাবহেডিং ,বোল্ট ইটালীক
ব্যাবহার করে লেখাকে আকর্ষণীয় করে তুলটে হবে ।এছাড়াও প্রয়োজনীয়ও মেগা ট্যাগ তালিকা ব্যাবহার
করে আর্টিকেলটি আরও সুন্দর করে তূলুন ।
বৃষ্টি ২৪ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url